‘নিউ ইয়র্কে অভিসীদের কোনও জায়গা নেই’

যুক্তরাষ্ট্রের জনবহুল শহর নিউ ইয়র্কে নতুন করে কোনও অভিবাসীদের জায়গায় হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মেয়র এরিক এডামস। রবিবার (১৫ জানুয়ারি) মেক্সিকো সীমান্তবর্তী শহর এল পাসো পরিদর্শনে গিয়ে এ কথা বলেন নিউ ইয়র্কের মেয়র।
আমেরিকার দক্ষিণ সীমান্তে অভিবাসী সংকট নিয়ে বাইডেন প্রশাসনের মেয়র আরও বলেন, ‘এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিয়ে কাজ করার সময়’।
অভিবাসী সংকটে আমেরিকার দক্ষিণ সীমান্তবর্তী এই শহরে নিউ ইয়র্কের মেয়রের এমন পরিদর্শন প্রথম ঘটনা। রিপাবলিকান পরিচালিত ও উত্তরের বিভিন্ন প্রদেশ থেকে বহুসংখ্যক অভিবাসী সম্প্রতি নিউইয়র্ক শহরে প্রবেশ করেছে। ফলে শহরটিতে আরও বেড়েছে আবাসন সংকট।
বাজেট ঘাটতির মধ্যেও নিউ ইয়র্কে অভিবাসী সমস্যা নিরসনে প্রয়োজন আরও দুইশো কোটি মার্কিন ডলার মার্কিন ডলার। সম্প্রতি টেক্সাস, ফ্লোরিডাসহ রিপাবলিকান শাসনাধীন বিভিন্ন শহর ছেড়ে নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটনসহ ডেমোক্র্যাট শাসিত শহরগুলোর দিকে ঝুঁকছেন অভিবাসীরা। সূত্র: রয়টার্স।