সিলেট

জুনের মধ্যে ঢাকা-সিলেট রুটে চালু হবে নতুন ট্রেন

টাইমস ডেস্কঃ আগামী জুনের মধ্যে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হবে বলে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী। এ তথ্য জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

তিনি বলেছেন, এ রুটে ননস্টপ ট্রেনের দাবি জানানোর পর রেলমন্ত্রী নতুন ট্রেনের কথা বলেন।

শনিবার (১৪ জানুয়ারি) সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ আয়োজিত সংগঠনটির কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মাহবুব আলী। সেখানেই তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক। সিলেট বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। প্রবাসীদের জন্য টরেন্টো রুটে ফ্লাইট চালু হয়েছে। এ রুটে যাত্রী চাহিদা এতো বেশি, সপ্তাহে আরও একটি ফ্লাইট চালু করা হবে।

এ সময় ঢাকা-সিলেট রুটে যাত্রী চাহিদা বিবেচনায় এনে পুরাতন নৌ-রুট চালু করতে নৌপরিবহন প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছেন বলে জানান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দীন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার ও শাহনেওয়াজ মিলাদ গাজী।

Back to top button