এসিল্যান্ডের শীতকালীন সবজি বাগান
আশফাক জুনেদ, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা ভূমি অফিসের সামনের এবং পিছনের জায়গা এতদিন ধরে খালি পড়েছিল। প্রধানমন্ত্রীর এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না এমন নির্দেশনার পর সেই পরিত্যক্ত জায়গায় সবজি বাগান গড়ে তুলেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন। বড় পরিসরে না হলেও সীমিত পরিসরে গড়ে তোলা তাঁর সবজি বাগানে রয়েছে শীতকালীন নানান জাতের সবজি৷ প্রতিদিন নিজ হাতে তিনি বাগানের পরিচর্যা করেন।
শুক্রবার সবজি বাগান ঘুরে ও সংলিষ্টদের সাথে কথা বলে জানা যায়, অফিসের প্রায় ২৫ শতাংশ জমিতে সবজি চাষ করেছেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন। তাঁর বাগানে রয়েছে আলু, টমেটো, লালশাক, পালংশাক, ডাটা শাক, মুলা, ফরাস, কালো বেগুন, পেঁপে, মিষ্টি কুমড়া, চায়না পেস্তা আলু প্রভৃতি। কেউ যাতে বাগানের সবজি নষ্ট করতে না পারে সেজন্য বাগানের চারপাশে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। বাগানে উৎপাদিত শাক-সবজিতে কোনধরনের কীটনাশক ব্যবহার করা হয়নি। বাগানে উৎপাদিত শাক-সবজি পাঠানো হয় উপজেলার বিভিন্ন কর্মকর্তার বাসায়। এছাড়া অফিসে আসা যে কেউ চাইলেই খাওয়ার জন্য নিতে পারেন সবজি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন বলেন , ‘এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনাবাদি পতিত জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে উপজেলা ভূমি অফিস কর্তৃক গৃহীত উদ্যোগ। প্রায় ২৫ শতাংশ পতিত জমিতে এই সবজি বাগান গড়ে তোলা হয়েছে। এতে করে ফরমালিনমুক্ত শাক-সবজি খাবার খেতে পারি।’
তিনি আরও বলেন, ‘ সকলের উচিত এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখা। বাসাবাড়ির আশপাশের পরিত্যক্ত জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা। এতে করে পরিবারের ফরমালিন মুক্ত শাক-সবজির চাহিদা মেটানো সম্ভব হবে। আমাদের সকলের একটু উদ্যোগী হওয়া উচিত। এতে করে অনেক সময় পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করাও সম্ভব হবে। কিছুটা আয়ও হবে।’