জাতীয়

ইজতেমায় ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে অজুর পানি!

নিউজ ডেস্কঃ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন শুক্রবার (১৩ জানুয়ারি) ইজতেমার মাঠে বয়ান করবেন ফজরের পর মাওলানা জিয়াউল হক রায়বেন্ড, মুআল্লিমিনদের সঙ্গে মোজাকারা মাওলানা জিয়াউল হক, বাদ জুমা বয়ান করেন মাওলানা ইসমাইল গুদরাহ, বাদ আসর বয়ান দেবেন মাওলানা যুবাইর আহমদ, বাদ মাগরিব বয়ান দেবেন মাওলানা আহমদ লাট, বাংলা অনুবাদ করবেন মাওলানা ওমর ফারুক।

এদিকে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ব্যবসা খুলে বসেছেন স্থানীয়রা। হকার ও মৌসুমি ব্যবসায়ীরা আতর, টুপি, জায়নামাজ, চাদর, কম্বল ও খাবারের দোকানসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাস্তার দুই পাশে পসরা সাজিয়ে বসেছেন। শুধু তাই নয়, অনেককে আবার অজুর পানি, পুরোনো পত্রিকা ও পলিথিন বিক্রি করতে দেখা গেছে।

জানা যায়, এবারের ইজতেমায় এক বদনা অজুর পানি ২০ টাকা থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে। পানি কিনে অজু করা ভুক্ত ভুক্তভুগি আবু বকর বলেন, কোথায় ইমান মানুষের টাকা থাকলে অজু করতে পারছে আর না থাকলে অজু করতে পারছেন না! শুক্রবার (১৩ জানুয়ারি) ইজতেমা এলাকায় খোঁজ নিয়ে যানা গেছে, জুমার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের কাছে এক বদনা অজুর পানি বিক্রি হয়েছে- ২০ টাকা থেকে ৩০ টাকা, পুরোনো পত্রিকা ও নামাজের জন্য পলিথিন ১০ টাকায় বিক্রি করছেন কিছু মৌসুমি ব্যবসায়ী।

পত্রিকা ও পলিথিন বিক্রেতা তোফায়েল আহমেদ বছরের অন্য সময়ে বাসে বাদাম বিক্রি করেন। কিন্তু কিছু দিনের জন্য ইজতেমায় পুরোনো পত্রিকা বিক্রি করতে এসেছেন তিনি। তোফায়েল জানান, অনেক মুসল্লি খালি হাতেই ইজতেমায় চলে আসেন। মূলত, তাদের সুবিধার কথা বিবেচনা করেই পত্রিকা বিক্রি করছি। সামান্য আয় হলেও মুসল্লিদের কাছে প্রতি দুই পাতা পত্রিকা ১০ টাকায় বিক্রি করছি। তবে, কেউ একটু কম দিলেও ফিরিয়ে দিচ্ছি না।

একইভাবে অজুর পানি বিক্রি করছেন জোবায়েরসহ কয়েকজন। তারা বলছেন, মানুষের ভিড়ে অনেকেই অজুর স্থানে যেতে পারছেন না। তাই, কয়েকজন মিলে বদনা ও দূর থেকে পানি নিয়ে এসেছি। ব্যবসার পাশাপাশি মুসল্লিদের নামাজের সুবিধার কথা মাথায় রেখেছি। কিছু টাকা আয়ও হলো, মুসল্লিরাও নামাজ পড়তে পারল।

জোবায়ের বলেন, এক বদনা অজুর পানি ২০ টাকায় বিক্রি করছি। তবে, কোথাও কোথাও চাহিদা বেশি দেখলে ২৫ থেকে ৩০ টাকা করেও বিক্রি করছি।

ইজতেমায় আসা আবদুল জলিল বলছেন, বাসা থেকে কিছু নিয়ে আসেনি। তারমধ্যে মাঠেও জায়গা পাইনি। তাই এক বদনা পানি কিনে অজু করেছি। পরে ১০ টাকায় পত্রিকা কিনে সড়কেই নামাজ আদায় করতে বাধ্য হয়েছি। আবদুল জলিলের মতো এমন অনেকেই এমন পরিস্থিতির শিকার হয়েছেন।

ইজতেমায় গিয়েছেন বাংলামটর থেকে আবু বকর সিদ্দিকী তিনি বলেন, আমি বাইরে থেকে অজু করে গিয়েছি। তবে দেখলাম নাজাজের সময় এক বদনা অজুর পানি ২০ টাকা থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম ঘটনাটি দেখে মনে প্রশ্ন জাগলো মানুষের ইমান কোথায় গিয়ে ঠেকছে!

Back to top button