বিয়ানীবাজারে মদসহ মা দ ক ব্যবসায়ী আটক!
নিউজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে ২৬০ বোতল মদসহ আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম কালাম(৩৭)। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মইয়াখালি এলাকায়। সে এই এলাকার মৃত মড়াই মিয়ার ছেলে।
বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায় শুক্রবার একটি গোপন সংবাদ আসে বিপুল পরিমাণ মদসহ এক মদব্যসায়ীর। সংবাদ পাওয়ার পর পর বিয়ানীবাজার থানার উপ-পুলিশ পরিদর্শক নিয়াজ মোর্শেদ আবির পুলিশের একটি টিম নিয়ে শুক্রবার আনুমানিক সকাল ছয় ঘটিকার সময় দুবাগ ইউনিয়নের মইয়াখালি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এই এলাকা থেকে ২৬০ বোতল অফিসার্স চয়েজ মদসহ বসতঘরের পিছন থেকে কালামকে আটক করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনা মোতাবেক মাদক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই আবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং ইতিমধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।