সিলেট

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

টাইমস ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম আব্দুল মুমিন (২৩)। তিনি কটালপুর গ্রামের রেখন মিয়ার দ্বিতীয় ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ডাল কাটতে পাশের বাড়ির গাছে উঠেন মুমিন। এসময় সিলেট ফিডারের ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Back to top button
error: Alert: Content is protected !!