মৌলভীবাজার

শ্রীমঙ্গল অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করায় রিংকু সরকার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর – সাতগাঁও চৌমুহনী নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক রিংকু সরকার নামক এক ব্যাক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়। শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে

Back to top button