হবিগঞ্জ

মক্তবে যাওয়া ছোট্ট ত্রিশার চিৎকার, গিয়ে বাবা দেখলেন মেয়ে খু ন

হবিগঞ্জের শহরতলীর ছোট বহুলা গ্রামে মক্তবে আরবি পড়তে যাওয়ার পথে খুন হলো ৯ বছরের শিশু ত্রিশা বেগম।
মঙ্গলবার সকালে শহরতলীর ছোট বহুলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ত্রিশা বেগম ওই গ্রামের আব্দুস শহীদের মেয়ে।

জানা গেছে, সকালে মক্তবে আরবি পড়তে যায় ত্রিশা। এ সময় সে মাঠে চিৎকার করছিল। পরে শব্দ শুনে মাঠে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তার বাবা। দ্রুত তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি গোলাম মর্তুজা। তিনি বলেন, সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মাথায় আঘাত আছে।

তিনি আরো বলেন, মাদরাসায় আরবি পড়তে যাওয়ার সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ওই শিশুর বাবার সঙ্গে স্থানীয় একটি পরিবারের বিরোধ আছে। তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। তারা হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

Back to top button