শত কোটি টাকা খরচে মেসিদের ঢাকায় আনতে চায় বাফুফে
স্পোর্টস ডেস্ক:আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১১ সালে বাংলাদেশে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ওই বছরের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেসির আর্জেন্টিনা খেলেছিল নাইজেরিয়ার বিপক্ষে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা করছি। এখনো জোরালো কিছু হয়নি। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। জুন-জুলাইয়ে আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করবো।’
আজ সেমাবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের তিনি এমন কথা জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বকাপ জয়ী দলকে ঢাকায় আনাটা ব্যাপক ব্যয়বহুল। তারপরও চেষ্টা করতে দোষ কোথায়। আর্জেন্টিনাকে আনতে শত কোটি টাকার বেশি খরচ হতে পারে।
আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করলেও প্রতিপক্ষ কে থাকতে পারে সেটা এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত করার পর প্রতিপক্ষ ঠিক করা হবে।’
২০১১ সালে আর্জেন্টিনাকে আনতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার লেগেছিল। এখন ৭ মিলিয়ন ডলারের মতো লাগতে পারে। যা বাংলাদেশি টাকায় ৭১ কোটি টাকার বেশি। প্রতিপক্ষ মিলিয়ে ১০ মিলিয়ন ডলার বা ১০২ কোটি টাকার বেশি লাগতে পারে।