সিলেট

সিলেট নগরীর কালিঘাটে অভিযান, প্রায় ৩ লাখ টাকা জরিমানা

টাইমস ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর কালিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৯ জানুয়ারি) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে মোট ৬টি দোকান/গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লঙ্ঘনের দায়ে মোট ২ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় প্রায় ৩ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। অভিযানকালে সার্বিক সহায়তা প্রদান করেন আনসার ব্যাটালিয়নের সঙ্গীয় ফোর্স।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর, মো. মোহাইমিনুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পাটওয়ারী, পরিদর্শক মো. মামুনুর রশিদ ও গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।

Back to top button
error: Alert: Content is protected !!