খেলাধুলা

সিলেট কেন এত সফলতার কারণ

প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮৯ রানে বেধে ৮ উইকেটের জয়। নাজমুল হোসেন শান্ত (৪১ বলে অপরাজিত ৪৩) ও জাকির হাসানের (২১ বলে ২৭) ব্যাটে রান।

পরের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৫ রানের টার্গেট ছুঁয়ে ৬ উইকেটের অবিস্মরণীয় জয়। যে জয়ের নায়ক, রূপকার ৫ ব্যাটার, নাজমুল হোসেন শান্ত (৪০ বলে ৪৮), তৌহিদ হৃদয় (৩৪ বলে ৫৫), জাকির হাসান (১৮ বলে ৪৩), মুশফিকুর রহিম (১১ বলে অপরাজিত ২৩)আর থিসারা পেরেরা (৯ বলে অপরাজিত ২০)।

আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৪৯ রানে থামিয়ে ৫ উইকেটের দারুন জয়। আবারো স্পেশালিস্ট ব্যাটারদের কার্যকর অবদানে ধরা দিল দারুন জয়। নাজমুল শান্ত (২১ বলে ১৯ ), তৌহিদ হৃদয় (৩৭ বলে ৫৬), জাকির হাসান (১০ বলে ২০) ও মুশফিকুর রহিম নটাাউট ২৮ (২৫ বলে)।

তিন ম্যাচে রান তাড়া করে জয় এবং তিনটির ধরন তিনরকম। একটি একশো‘র কম ছিল টার্গেট। পরের খেলায প্রায় দু‘শো রান তাড়া করে। আর আজ দেড়শো টার্গেট ছুঁয়ে ফেলা।

কাগজে কলমে প্রথম তিনে তো নয়ই, চার নম্বর দল হিসেবেও ধরা হয়নি সিলেট স্ট্রাইকার্সকে; কিন্তু মাঠে দলটির ভিন্ন চেহারা। প্রথম তিন খেলায় জিতে লিগ টেবিলে সবার ওপরে চলে যাওয়া, মাঠে প্রতিপক্ষর ওপর পূর্ণ আধিপত্য বিস্তার ও কর্তৃত্ব ফলানো সাফল্য। এ উত্তরণ ও সাফল্যের পিছনের গল্পটা কী?

মাশরাফির যোগ্য ও দক্ষ নেতৃত্বর কারণেই মাঠে সিলেট দুর্বার? নাকি ব্যাটারদের জায়গামত জ্বলে ওঠার কারণেই প্রতিপক্ষর রান টপকে জয়ের বন্দরে পৌছে যাচ্ছে সিলেট?

এ কৌতুহলি প্রশ্ন সবার। আজ সোমবার কুমিল্লাকে হারানোর পর ম্যাচ সেরা পারফরমার তৌহিদ হৃদয় দিয়েছেন এ প্রশ্নের উত্তর। তার ব্যাখ্যা, ‘আমাদের স্বাধীনতাটা খুব ভালোভাবেই দেওয়া আছে দল থেকে। কোচ থেকে শুরু করে সবাই আমাদের সাপোর্ট করছেন। আমরা হয়তো প্রতিদিন সফল হবো না কিন্তু যদি আমাদের অ্যাপ্রোচটা ঠিক থাকে, ম্যাক্সিমাম টাইম আমরা সফল হবো ইনশাল্লাহ।’

তৌহিদ হৃদয়ের কথায় পরিষ্কার, অধিনায়ক মাশরাফি, কোচ রাজিন আর পুরো সিলেট ম্যানেজমেন্ট ব্যাটারদের ‘ফিয়ারলেস’ ক্রিকেট খেলার অবারিত সুযোগ দিয়েছেন। তারা যাতে নিজ নিজ স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তাও বলে দেয়া আছে। তাই তৌহিদ হৃদয়, জাকির হাসানরা উইকেটে গিয়েই অবলীলায় আক্রমনাত্তক উইলোবাজিতে মেতে উঠেছেন। চার ও ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন। আর তাতেই প্রতিপক্ষ বোলিং পুরে ছারখার।

Back to top button