খেলাধুলা

বাংলাদেশ না ইংল্যান্ডের হয়েই খেলতে চান বিপিএল খেলতে আসা সুনামগঞ্জের রবিন দাস

তার বাংলাদেশে আদি নিবাস। বাবা সুনামগঞ্জের। কিন্তু রবিন দাসের জন্ম ও বেড়ে উঠা সবই ইংল্যান্ডে। সেখানেই ক্রিকেটও খেলছেন নিয়মিত। কাউন্টি তো বটেই, রবিন দাস খেলেছেন ইংল্যান্ডের জার্সি গায়েও। যদিও অভিষেক হয়নি তার, বদলি ফিল্ডার হিসেবে নেমেছিলেন ইংল্যান্ডের এক টেস্টে। এবার রবিন দাস এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে।

আগেরবার নাম দিয়েও দল পাননি, এবার তাকে নিয়েছে ঢাকা ডমিনেটরস। এই ব্যাটার অবশ্য এখনও খেলেননি বিপিএলের ম্যাচে। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিন বলেছেন, ইংল্যান্ডের হয়েই খেলার স্বপ্ন দেখেন তিনি। রবিন বলেন, ‘এখন অবধি আমার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলা। কিন্তু অবশ্যই আমি কোনো দরজা বন্ধ করতে চাই না ভবিষ্যতের জন্য। তবে ইংল্যান্ডের হয়ে খেলাই স্বপ্ন।’

কেন বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডের হয়েই খেলতে চাওয়া? এমন প্রশ্নের জবাবে রবিন বলেন, ‘ওই দেশে বেড়ে উঠেছি। এসেক্সের হয়ে কাউন্টিতে খেলছি। আমার মনে হয়েছে ভবিষ্যতে সম্ভব হলে এই দেশের হয়েই খেলা দরকার।’ বাংলাদেশের ম্যাচ নিয়মিতই দেখেন, ভালো লাগে লিটন দাসকে।

এদিকে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গেও আলাপের ইচ্ছে আছে রবিনের, ‘আমার এখনও তাদের সঙ্গে দেখা হয়নি। তাসকিন আমার দলে আছে, আল আমিন হোসেন, মিথুন আলি। যখন অন্য দলগুলোর সঙ্গে খেলবো, আশা করি তাদের সঙ্গে দেখা হবে ও কিছু কথাবার্তা হবে।’

Back to top button