তাহিরপুরে ৭দিন ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ
টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুরে বোরো ধানের চারা তুলতে গিয়ে সাত দিন ধরে এক ছাত্র নিখোঁজ রয়েছে।
নিখোঁজ মাদ্রাসার ছাত্র উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের তনু মিয়ার ছেলে মনিরুজ্জামান অরপে মাফিকুল (১০)।
মাফিকুল স্হানীয় ধুতমা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে গ্রামের কয়েকজনের সঙ্গে বাড়ির সামনে শনি হাওরের পাশে খেতে ধানের চারা তুলতে যায়। সকাল ১১ টারদিকে বাড়ীতে সকালের খাবার খাওয়ার জন্য না আসায় তার পিতা তনু মিয়া ধানের চারা খেতে গিয়ে দেখেন সে এখানে নেই। এর পর থেকে বাড়ির আশ পাশ, আত্মীয় স্বজন সহ সব যায়গায় খোঁজাখুজি করেও তাকে পরিবারের লোকজন পাচ্ছেন না।
রবিবার দুপুরে নিখোঁজের পিতা তনু মিয়া এ ব্যাপারে তাহিরপুর থানায় একটি সাধারণ জিডি করেছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এ ব্যাপারে নিখোঁজের একটি সাধারণ ডাইরি হয়েছে। আমরা বেতার বার্তাটি সব থানায় প্রেরণ করেছি এবং তাকে খোঁজে বের করার চেষ্টা করছি।