লটারিতে ১০৫ কোটি টাকা, ভাগ হবে ১৮ বাংলাদেশির মাঝে, জনকল্যাণে ব্যয় করবেন রায়ফুল
আমি তখন গাড়ির স্টেয়ারিং-এ বসা। গাড়ি চালাচ্ছিলাম। এ সময় এক বন্ধুর পরপর অনেকগুলো ফোন। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে বন্ধুদের উল্লাস। বললো, আমি ১০৫ কোটি টাকা লটারিতে জিতেছি। প্রথমে আমি বিশ্বাস করিনি। এরপর আরেকটি নম্বর থেকে ফোন দিয়ে একই খবর জানালো। তখন লটারির র্যাফেল ড্র লাইভ হচ্ছিল। আমি লাইভ অনুষ্ঠানও দেখিনি। এরপর একজন বিদেশি নারী ফোন দিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়ে বললেন, তুমি ১০৫ কোটি টাকা লটারি বিজয়ী হয়েছো।
এ সময় আমি গাড়ি থামিয়ে ফেসবুক এবং ইউটিউব থেকে নিজের লটারি নম্বর বারবার মিলিয়ে নিলাম। কিছু সময়ের জন্য আমি ভাষা হারিয়ে ফেলি। পুরো বিষয়টি আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। ভাগ্যের চাকা বদলাতে গত ৯ বছর ধরে নিয়মিত লটারির টিকিট ক্রয় করছি। সর্বশেষ গত ১০ই ডিসেম্বরে নববর্ষের প্রথম বিগ র্যাফেল ড্র এর টিকিটটি ক্রয় করি এবং ৩রা জানুয়ারি সেটি ড্র হয়। সৃষ্টিকর্তা যে এভাবে মুখ তুলে তাকাবেন কল্পনাও করিনি। মানবজমিনের সঙ্গে আলাপকালে এভাবেই নিজের উচ্ছাস প্রকাশ করছিলেন আবুধাবিতে পিকআপ এবং ফ্যামিলি ট্যাক্সি চালক প্রবাসী বাংলাদেশি মো. রায়ফুল ইসলাম। রায়ফুল বলেন, আমরা মোট ২০ জন ব্যক্তি মিলে এই লটারির টিকিট ক্রয় করি। এদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক, একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি। লটারিটা আমরা ২০ বন্ধু মিলে মোট ১ হাজার দিরহাম দিয়ে ২০টি শেয়ারে ক্রয় করি।
লটারিতে জেতা ১শ’ ৫ কোটি টাকা আমাদের মধ্যে ২০ ভাগ হবে। এর দুটি অংশ যাবে ভারত এবং পাকিস্তানে। লটারির ক্রয়ের শেয়ারে রায়ফুলের ১৭৫ দিরহাম, অন্যদের ২৫, ৫০, ১০০, ২০০সহ বিভিন্ন অনুপাতে বিনিয়োগ রয়েছে। লটারিতে বিনিয়োগ করা অন্যদের মধ্যে রয়েছে মো. আফতাব, মাহবুব, মো. রুবেল, মিজান, জসিম, হেলাল, ইলিয়াস। টাকার অংশ কীভাবে বণ্টন হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লটারিতে যে যত দিরহাম বিনিয়োগ করেছেন ড্র এর অর্থ সে অনুযায়ী প্রত্যেকের মাঝে বণ্টন করা হবে। ইতিমধ্যে আমার পাসপোর্ট, ফোন নম্বর, ড্রাইভিং লাইসেন্স, লটারির নম্বরসহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়েছে লটারি কোম্পানি। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বিদেশে পাড়ি জমানো প্রবাসী রায়ফুল বলেন, একযুগ ধরে বিদেশে আছি। প্রথমে একটি কোম্পনিতে কাজ নিয়ে বিদেশে যাই। সেখানে কাজের পাশাপাশি ড্রাইভিং শিখি। পরবর্তীতে একজন অ্যারাবিয়ান নাগরিকের নামে একটি পিকআপ গাড়ি ক্রয় করি। যেহেতু আমি ওই দেশের নাগরিক না তাই নিজের নামে গাড়ি ক্রয়ের সুযোগ নেই। নিজের খেয়ালখুশি মতো গাড়ি চালাই। মাঝেমধ্যে অ্যারাবিক নাগরিক এবং তার পরিবারের সদস্যদের বিভিন্নস্থানে আনা-নেয়া করি। তিনি বলেন, এই অর্থ এবং সাফল্য শুধু আমার একার কিংবা ২০ জনের নয়। এটা সমগ্র বাংলাদেশের মানুষের। বিদেশে আসার পর থেকে অনেক আগে থেকেই বিভিন্ন মসজিদ, মাদ্রাসাসহ দুস্থদের নানাভাবে আর্থিক সহায়তা করে আসছি।
এই অর্থটা হাতে পেলে আত্মীয়, প্রতিবেশী, এতিমখানা, গরিব, দুস্থ, অসহায়, ক্যান্সার আক্রান্ত রোগীসহ জণকল্যাণে এবং সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করবো। অর্থ পাওয়ার পর একেবারে দেশে ফিরে আসবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, এখনই কোনো সিদ্ধান্ত নেইনি। তবে অর্থের কিছু অংশ দিয়ে আবুধাবীতে কিংবা বাংলাদেশে ব্যবসা করবো। নিজের থাকার জন্য সুন্দর একটি ঘর তৈরি করবো। একমাত্র মেয়েকে কোরআনে হাফেজ বানাবো। রায়ফুল বলেন, আমরা তো দুটি অর্থের মুখ দেখতে পরিবার নিয়ে সুখে থাকতে মূলত বিদেশে আসি। এভাবে গাড়ি চালিয়ে বা কাজ করে তো জীবনে তেমন উন্নতি করা যাবে না। সেই চিন্তা থেকেই ভাগ্য পরিবর্তনের আসায় গত ৯ বছর ধরে নিয়মিত লটারি কিনে যাচ্ছি। সর্বশেষ আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে দেশে আসার কথা রয়েছে বলে জানান তিনি। স্বামীর এতবড় অর্জনে রীতিমতো বাকরুদ্ধ রাইফুলের স্ত্রী। স্ত্রী ইশরাত জাহান বলেন, মঙ্গলবার রাত ১০টায় রাইফুলের ফোন থেকে হঠাৎ একটি ফোন আসে। তখন পর্যন্ত জানতাম না এতবড় একটি খুশির সংবাদের অপেক্ষায় আমরা। রাইফুল জানায়, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। লটারিতে প্রায় শতকোটি টাকা জিতেছি। তার লটারি বিজয়ের সংবাদে আমাদের এলাকা থেকে শুরু করে নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে মানুষজন বাড়িতে আসছে। এই অর্জনে তারাও অনেক খুশী। এবার আল্লাহ আমদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। ওর বাবার ইচ্ছা ৮ মাস বয়সী একমাত্র মেয়ে ফাতিমা তুজ জোহরাকে কোরআনে হাফেজ বানাবেন। নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর ঈশ্বর গ্রামের হাজী আসলাম মিয়ার বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে।
ইশরাত বলেন, ২০২১ সালের ২৪শে মে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। আমরা দু’জনেই এসএসটি পাস করার পর আর পড়াশোনা করিনি। চার ভাই বোনের মধ্যে রায়ফুল তৃতীয়। বড় ভাই বাবুল অসুস্থ হওয়ায় ওভাবে কোনো কাজ করতে পারছেন না। মেজ ভাই মো. সাইফুল ইসলাম নোয়াখালীতে একটি মাদ্রাসায় ইমামতি করেন। সবার ছোট ভাই রুবেল উদ্দিন সৌদি আরব থাকেন। তিনি বলেন, জানুয়ারির শেষের দিকে দেশে আসার কথা রয়েছে। রায়ফুলের বাবা মো. খোরশেদ আলম পেশায় স্থানীয় ইউনিয়ন পরিষদের ক্লার্ক ছিলেন। মা নুরজাহান বেগম এবং বাবা দু’নেই মারা গেছেন। স্বামীর অবর্তমানে একমাত্র মেয়েকে নিয়ে রায়ফুলের স্ত্রী বর্তমানে বাবারবাড়িতে থাকেন। রায়ফুল ইসলামের শ্যালক মেহেদী হাসান হৃদয় বলেন, রায়ফুলের সঙ্গে আমার একমাত্র বোনের দুই বছর আগে বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। তিনি খুব সাধারণ জীবনযাপন করেন।
বোন জামাইয়ের লটারি জয়ের খবরে আমরা সবাই খুব আনন্দিত এবং উচ্ছসিত। হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আলী বলেন, হাতিয়ার অনেকেই বিভিন্ন দেশে রয়েছেন। তবে রায়ফুলের মতো ভাগ্য কারও হয়নি। আমরা অনেক খুশি হয়েছি। রায়ফুলের পরিবারসহ সবার সুন্দর দিন কামনা করছি। সংযুক্ত আরব আমিরাতে ১৯৯২ সালে আবুধাবী এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য ‘বিগ টিকিট’ লটারি চালু করা হয়। প্রতি মাসে এই লটারির ড্র হয়। প্রথমস্থানের জন্য পুরস্কারের অর্থের পরিমাণ প্রতি মাসে পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারির প্রথম পুরস্কার ছিল ৩৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় শত কোটি টাকার বেশি।