জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ সৌদি প্রবাসী গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. রুবেল নামে এক সৌদি প্রবাসীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ(এপিবিএন)। শনিবার (৭ জানুয়ারি) বিকালে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মো. রুবেলের বাড়ি চাঁদপুর। সে দীর্ঘ ৬ বছর ধরে সৌদিতে রয়েছেন। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে রুবেল কাজ করেন। বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অফিসে এনে তার লাগেজের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, রুবেল একজন সৌদি প্রবাসী এবং টিকটকার। এই টিকটক করার সুবাদে সৌদিতে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। তিনিই মূলত ইয়াবাগুলো বহন করার জন্য প্রবাসী রুবেলকে ৩ লাখ টাকা দিতে চান। আর সেই টাকার লোভে মামুনের বলে দেওয়া পন্থায় ইয়াবাগুলো সংগ্রহ করেন অভিযুক্ত রুবেল এবং সৌদি আরবেও নিয়ে যাচ্ছিলেন।

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Back to top button