সারাদেশ

স্কুলছাত্রের প্রাণ নিল মোটরসাইকেল

মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তৌহিদ হাসান সিয়াম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার ছোট ভাই তৌফিক হাসান। এতে সিয়ামের মা সামান্য আঘাত পান। নিহত সিয়াম উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশের হাটি গ্রামের ব্যবসায়ী শামসুজ্জামান সুজনের ছেলে। সে চারিগ্রাম এসএ খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা জামসা ইউনিয়নে গোলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারসূত্র জানায়, শনিবার দুপুরে সিয়াম মোটরসাইকেলযোগে তার মা ও ছোট ভাই তৌফিককে সঙ্গে নিয়ে নানাবাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথিমধ‍্যে গোলাই এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। অপর দিকে গুরুতর আহত অবস্থায় তৌফিক হাসান (১১) কে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিসিতে ভর্তি করা হয়।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Back to top button