খেলাধুলা

ওয়াইড না দেওয়ায় আম্পায়ারের দিকে তেড়ে গেলেন সাকিব

চলতি বিপিএলে একে তো ‘ডিআরএস’ নেই। তার সঙ্গে যোগ হয়েছে আম্পায়ারদের ভুল। দুয়ে মিলে বিপিএলে বিতর্ক বেড়েই চলছে। আজ শনিবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ডোমিনেটর্সের টপঅর্ডার সৌম্য সরকারের বিপক্ষে ভুল লেগবিফোর উইকেটের সিদ্ধান্ত দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আম্পায়ার গাজী সোহেল। সেই সিদ্ধান্ত বদলে নেওয়ায় ফের তৈরি হয় বিতর্ক।

এরপরের ম্যাচে আবার ভুল করে বিতর্কের জন্ম দিলেন আরেক আম্পায়ার মাহফুজুর রহমান লিটু। ফরচুন বরিশালের সাকিবের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহমান রাজার বল মাথার প্রায় ২ ফুট ওপর দিয়ে গেলেও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ওয়াইড ডাকেননি।

এ সময় ক্ষুব্ধ সাকিব তেড়ে গিয়ে আম্পায়ার লিটুকে চার্জ করেন। এটা কি ওয়াইড নয়? খালি চোখে মনে হচ্ছিল, সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন।

এদিকে প্রথমে অনেকে ভেবেছিলেন, আবার কোনো অঘটন ঘটে কি না! তবে বড় কিছু হয়নি। সাকিব তেড়ে গেলেও বড় কোনো অঘটন ঘটাননি। শুধু ঝাঁঝালো কণ্ঠে আম্পায়ারকে জিজ্ঞেস করেন, এটা কি ওয়াইড ছিল না?

Back to top button