সুনামগঞ্জ

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশের রাত্রিকালিন পৃথক অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে আসামিদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার লহরী গ্রামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুক আলী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি স্বজনশ্রী গ্রামের হানিফ উদ্দিন, ইমাম উদ্দিন, জামিনুর রহমান ও হাবিবুর রহমান, হাড়গ্রামের আবুল কালাম, বাড়ি জগন্নাথপুরের রুনু মিয়া, সৈয়দপুর গ্রামের মির্জা সোহেল এবং কলকলিয়া গ্রামের রায়হান মিয়া।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Back to top button