সারাদেশ

মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৮ স্কুলছাত্র

মানিকগঞ্জে টানা ৪০ দিন মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে আট স্কুলছাত্র।

শিবালয় উপজেলার দশচিড়া গ্রামে বাইতুল আমান জামে মসজিদে এই নামাজ আদায় করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আট স্কুলছাত্রের হাতে সাইকেল তুলে দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান ।

মসজিদের সভাপতি আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত উদ্যোগে এই বাইসাইকেল দেয়া হয়। এভাবে পর্যায়ক্রমে মোট ৪০ জনকে বাইসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।

আব্দুর রাজ্জাক জানান, শিশুদের মসজিদমুখী করতেই এমন উদ্যোগ নিয়েছেন। এতে শিশুরা অনেক খুশি হয়েছেন। তাদের খুশি দেখে নিজেরও অনেক ভালো লাগছে বলে জানান আব্দুর রাজ্জাক।

নতুন বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি শিশুরা। খুশি হন তাদের অভিভাবকরাও।

এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, ইউপি সদস্য সহিজ উদ্দিন আদু, মসজিদের কোষাধ্যক্ষ প্রভাষক আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Back to top button
error: Alert: Content is protected !!