সিলেট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত

টাইমস ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার পরিস্থিতি শান্ত হয়।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে চলা সংঘর্ষ সন্ধ্যা ৬টার পর থেমেছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত রয়েছে। এরপরও অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমাদুল হোসাইন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রলীগের কর্মিসভা হবে। দুপুর আড়াইটায় কর্মিসভা শুরুর আগে বাধা দেয় সহ-সভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূইয়া ও প্রান্ত ইসলামের নেতৃত্ব একটি দল।

এতে দুই গ্রুপে সংঘর্ষ বেধে যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে থেকে দুই গ্রুপের নেতাকর্মীরা পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে উভয় গ্রুপের পাঁচজন আহত হন।

একপর্যায়ে সহ-সভাপতি সাব্বির মোল্লা ও তার অনুসারী জুনায়েদ আহমেদ হযরত শাহপরাণ (রহ.) হলে ঢুকে সভাপতি আশিকুর রহমানের পক্ষের কর্মীদের কয়েকটি কক্ষ ভাঙচুর করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সংঘর্ষে লিপ্ত দুই গ্রুপের নেতাদের মোবাইলে কল দিলে তারা রিসিভ করেননি।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনিরুল ইসলাম সোহাগ জাগো নিউজকে বলেন, এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত। তবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রক্টরিয়াল বডির সদস্যরাও ক্যাম্পাসে আছেন।

Back to top button
error: Alert: Content is protected !!