খেলাধুলা

মাঠেই ক্রিকেটারদের জুমার নামাজ আদায়

বাংলাদেশের ক্রিকাটাদের ম্যাচের দিন স্টেডিয়ামে নামাজ পড়াটা নতুন কিছু না। হোক বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেট ম্যাচের দিন ক্রিকেটারদের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থায় জুমার নামাজ আদায়ের ঘটনা ঘটেছে আগেও। বিপিএলের সময় বিসিবি অফিসের নিচে নামাজের জায়গায় এবং বিসিবি একাডেমিতে জুমার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে এর আগেও।

বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে আজও হলো। তবে এবার আর বিসিবি অফিসের নিচে কিংবা একাডেমির ভিতরে নয়। বিসিবি একাডেমি মাঠের ভিতরে। জুমার নামাজের খুতবা পড়লেন ক্রিকেটার আরিফুল হক এবং তিনিই ইমামতি করলেন।

নামাজে অংশগ্রহণকারী ক্রিকেটরদের তালিকায় বরিশালের অধিনায়ক সাকিবকেও দেখা গেলো। তামিম, ইয়াসির আলী রাব্বি সহ প্রায় ৩৫-৪০ জন ক্রিকেটারও বিসিব একাডেমি মাঠের পূর্ব দিক ঘেষে জুমার নামাজ আদায় করলেন।

এদিকে আগামীকালকের ম্যাচ সামনে রেখে অনুশীলনে এসেছেন ফরচুন বরিশালের ক্রিকেটাররাও। অনুশীলন করতে করতে জুমার নামাজের সময় হয়ে গেলে সেখানেই জামায়াতের ব্যবস্থা করা হয়।

Back to top button