সিলেট

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা

টাইমস ডেস্কঃ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (৭ জানুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত ৮টায় বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিউবো সূত্রে জানা যায়, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৭ জানুয়ারি শনিবার আম্বরখানা ১১ কেভি ফিডারের আওতাধীন নুরানী, বনকলাপাড়া, পীর মহল্লাসহ কয়েকটি এলাকায় সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, মহানগরের নবাব রোড, ওসমানী মেডিকেল, ফিডারের আওতাধীন এলাকায় প্রকল্প কতৃক নতুন লাইন নির্মাণ কাজের জন্য নবাব রোড, লালাদিঘীর পাড় রোড, মেডিকেল রোড, ভাতালিয়া, শাপলার গলি, পুলিশ লাইন, মুন্সিপাড়া, উদ্দম আবাসিক এলাকা, লামা বাজারের এক পাশ, পায়রার কিছু অংশ, দরগা মহল্লা, বর্নমালা পয়েন্ট, সাগর দিঘির পাড়, মনিপুরী পাড়া, সুরমা, প্রেসক্লাব, ব্ল বার্ড স্কুল, কেওয়াপাড়া, অর্নব, মিরের ময়দান, আওতাধীন এলাকায় সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকগনের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

Back to top button
error: Alert: Content is protected !!