আন্তর্জাতিক

বিশ্বের ‘মোস্ট ওয়ানটেড’ মানবপাচারকারী গ্রেফতার

‘বিশ্বের মোস্ট ওয়ানটেড মানবপাচারকারী’ হিসেবে অভিযুক্ত কিদান জেকেরিয়াস হাবতেমারিয়াম সুদান থেকে গ্রেফতার হয়েছে। ইন্টারপোল এক ঘোষণায় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় পলাতক এই ইরিয়াত্রিয়ার নাগরিককে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী।

জেকেরিয়াস বিশ্বের দুর্ধর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত। তাকে গ্রেফতারে বহুদিন চেষ্টা চালিয়ে আসলেও ধরা ছোঁয়ার বাইরে ছিলেন এতদিন। গ্রেফতারে রেড নোটিশ দিয়ে রেখেছিল ইন্টারপোল। অবশেষে সুদান থেকে গ্রেফতার হলেন।

তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার একটি শিবির পরিচালনা করে আসছিল সে। যেখানে ইউরোপে যেতে আগ্রহী শত শত পূর্ব আফ্রিকান অভিবাসীকে অপহরণ, ধর্ষণ এবং চাঁদাবাজি করেছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ আ-সুওয়াইদি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, হাবতেমারিয়ামকে গত ১ জানুয়ারি।

উল্লেখ্য, লিবিয়াকে একটি মানবপাচারকারীর অন্যতম রুট হিসেবে ব্যবহার করে আসছে কয়েকটি আন্তর্জাতিক চক্র। উন্নত জীবনের আশায় দরিদ্র দেশগুলোর অনেকে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে জেতে এই পথকে বেছে নেন। অর্থের বিনিময়ে তাদের সহায়তা করছে চক্রগুলো।

Back to top button