প্রবাস

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী

টাইমস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সাইদ ফয়সাল।

জানা গেছে, নিহত ফয়সালের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) লেখাপড়া করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বাস করেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিসিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সাইদ ফয়সাল নামের ওই শিক্ষার্থী পুলিশের গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, তারা গুলি করার আগে ওই তরুণ ধারালো ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান। তাকে থামাতে প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়া হয়েছিল। কিন্তু এতেও তিনি না থেমে পুলিশের দিকে আসতে থাকেন। তখন একজন পুলিশ কর্মকর্তা গুলি চালান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, ‘আমাদের অফিসাররা একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করতে ব্যর্থ হন। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকবার চেষ্টা করেছি।’

এদিকে পুলিশের যে কর্মকর্তা সাইদ ফয়সালের ওপর গুলি চালিয়েছেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। গুলি চালানোর ঘটনা তদন্ত করছে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস।

Back to top button
error: Alert: Content is protected !!