সিলেট

২ দিনের সফরে সিলেটে আসছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান

টাইমস ডেস্কঃ গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভিত্তিপ্রস্থরের জন্য দুই দিনের সফরে আসছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

মন্ত্রী শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরীর হোটেল নির্মানা ইন এ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সমিতি সিলেট, চট্টগ্রাম, ও কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মেলনে যোগ দিবেন। এছাড়া মন্ত্রী।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯ টায় মুসলিম নগর -নলজুরি রাস্তার শান্তিনগর খালের উপর পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। আসামপাড়া-সাংকিভাঙ্গ রাস্তায় সালাম মুরব্বির বাড়ির সামনে পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। পিরিজপুর- সোনারহাট-মনরতল রাস্তায় উনাইখালের ভাঙ্গায় ব্রিজের ভিত্তিপ্রস্থর করবেন।

পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গোয়াইনঘাট – সালুটিকর রাস্তার বঙ্গবীর, তোয়াকুল ও পর্বতপুরে ৩ ব্রিজের ভিত্তিপ্রস্থর করবেন। মানাউরা-বালিদার খালের উপর পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। এছাড়াও নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড শাখার বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

Back to top button