সুনামগঞ্জ

ব্রিটেনে রাজার এমবিই খেতাবে ভূষিত সুনামগঞ্জের সামাদ

টাইমস ডেস্কঃ ব্রিটেনের রাজা চার্লসের সম্মাননা এমবিই খেতাবে ভূষিত হয়েছেন সুনামগঞ্জের সৈয়দ সামাদ আলী। তিনি দীর্ঘদিন ধরে দেশটির নর্থ ইস্টের সান্ডারল্যান্ডে বসবাস করছেন। ওই শহরের বাঙালি সম্প্রদায়ের শিশুদের এবং তাদের বাবা-মায়ের জন্য শিক্ষাকে সহজলভ্য করতে দীর্ঘ সময় ধরে সহায়তা করায় সামাদ আলী এমবিই খেতাব পেয়েছেন।

সৈয়দ সামাদ আলী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর গ্রামের সন্তান। পঞ্চাশ বছর বয়সী সামাদ ২৩ বছর আগে পাড়ি জমিয়েছিলেন ব্রিটেনে।

তিনি সান্ডারল্যান্ড শহরের থর্নহীল এবং সাউথমুর একাডেমিতে বর্তমানে কাজ করছেন, যেখানে তিনি শহরের শিশুদের বাংলা শেখান। এর আগে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে তার নিজস্ব বাংলা পাঠ্যবই তৈরি করেছিলেন তিনি। তার এই কাজ ডারহাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত হয়।

সামাদ আলীর কাজের অন্যতম ক্ষেত্র হচ্ছে বাঙালি সম্প্রদায়ের শিশু ও তাদের বাবা-মাকে শিক্ষায় সহায়তা করা। তন্মধ্যে রয়েছে কমিউনিটি ভাষা ক্লাসে পাঠদান, বাবা-মায়ের অনুবাদক হিসেবে কাজ করা এবং ব্রিটিশ শিক্ষাব্যবস্থার সাথে অপরিচিত অভিভাবকদের পরিচিত করতে সহায়তার জন্য শহরের কেন্দ্রীয় মসজিদের সাথে কাজ করা।

এমবিই সম্মাননা পেয়ে সৈয়দ সামাদ আলী বলেন, ‘আমি এই সম্মান পেয়ে গর্বিত। এই সম্মাননা শুধু আমার নয়, সান্ডারল্যান্ড শহরের পুরো বাঙালি কমিউনিটির। পুরো কমিউনিটি এতে গর্বিত।’
তিনি আরও বলেন, ‘আমি চাই না সুবিধাবঞ্চিত শিশু বা ভাষা প্রতিবন্ধকতা আছে এমন কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হোক, আর তাই আমার এই চেষ্টা।’

সৈয়দ সামাদ আলী বলেন, ‘বর্তমান প্রজন্মের জন্য ইংরেজি তাদের প্রথম ভাষা, কিন্তু এটি বাবা-মা এবং দাদা-দাদিদের ক্ষেত্রে নয়; যাদের প্রায ৫০ শতাংশ পুরোপুরি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন না।’

Back to top button