এবার নিখোঁজ বিএনপি নেতার বাসায় জাতিসংঘ প্রতিনিধি দল
প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের রাজধানীর শাহীনবাগের বাসায় গেল জাতিসংঘের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকারবিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এর আগে ১৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিখোঁজ সাজেদুলের বাসায় যান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ওই বাসায় যাওয়ার কারণে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তা জানতে সেখানে যান তারা।
সাজেদুল ইসলাম ২০১৩ সালে নিখোঁজ হন। তার পরিবারের দাবি, ২০১৪ সালের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। তার বোন সানজিদা ইসলাম গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী। তিনি জানান, মার্কিন রাষ্ট্রদূত বাসায় আসার ফলে কতটা চাপ এসেছে এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কিনা-এসব বিষয়ে খোঁজ নিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। তাছাড়া পিটার হাস বাসায় আসার পর তাদের ওপর সরকারের পক্ষ থেকে অনেক চাপ এসেছে। বাসায় একবার পুলিশও এসেছিল। এ বিষয়েও প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে।
পিটার হাস বিএনপির নিখোঁজ নেতা সাজেদুলের বাসা থেকে বেরিয়ে আসার সময় বাইরে একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান তিনি। এ বিষয়ে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় বৈঠক শেষ না করে সাজেদুলের বাসা থেকে বের হয়ে যান পিটার হাস। বিষয়টি তারা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছেন।