আন্তর্জাতিক

বন্যার কবলে মরুর দেশ সৌদি আরব

বন্যার কবলে মরুর দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল। পানিতে তলিয়ে আছে রাজধানী রিয়াদের উত্তর-পশ্চিমাঞ্চল। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে ভারী বৃষ্টি চলছে মক্কা-মদিনাসহ আরও কয়েকটি শহরে। দ্রুত বাড়তে থাকে পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে মক্কায়। পানি উঠে বন্ধ হয়ে যায় আল ওতাইবির রাস্তাঘাট। সামাজিক যোগাযোগমাধ্যমে উশাইকের শহরে একটি সেতুর নিচে পানির তোড়ের ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার পর্যন্ত বিরূপ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাবুকসহ উঁচু অঞ্চলগুলোয় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

গেলো নভেম্বরে বন্যার কবলে পড়ে জেদ্দা। মৃত্যুও হয় দুজনের। ২০০৯ এর পর দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নভেম্বরে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়নকে দায়ী করা হয় সাম্প্রতিক দুর্যোগের জন্য।

Back to top button