আন্তর্জাতিক

শরীর মাটিতে পুঁতে অভিনব প্রতিবাদ কৃষকের

ভারতে কৃষকদের প্রতিবাদের ঘটনা প্রায়ই দেশটির বিভিন্ন গণমাধ্যমে ওঠে আসে। এবার মহারাষ্ট্রে জমির দলিল না পাওয়ায় ভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সুনীল যাদব নামের এক কৃষক।

জালনার ওই কৃষক মাটির নিচে অর্ধেক শরীর পুঁতে রেখে প্রতিবাদ করছেন। সেই ঘটনার ছবি প্রকাশ পেয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কৃষক সুনীলের অভিযোগ, ‘২০১৯ সালে দাদাসাহেব গায়কোয়াড় প্রকল্পের অধীনে তাকে ২ একর জমি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও জমির কাগজ বুঝে পাননি। তাই নিজেকে কবর দিয়েছেন।’

সুনীল আরও অভিযোগ করেন, প্রশাসনের কাছে গিয়েও কোনও লাভ হয়নি তার। শেষ পর্যন্ত প্রতিবাদের জন্য অভিনব এ পথ বেছে নিয়েছেন তিনি।

সুনীল জানিয়েছেন, জমির কাগজ হাতে না পাওয়া পর্যন্ত তিনি প্রতিবাদ বন্ধ করবেন না।

২০১৯ সালের নভেম্বরে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন দেশটির হাজার হাজার কৃষক। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা রক্তদান শিবিরের আয়োজনও করেন। পরে সেই আইন প্রত্যাহার করে মোদী সরকার।

সূত্র: আনন্দবাজার

Back to top button