প্রবাস
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রবাস ডেস্কঃ সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় গতকাল রবিবার বিকালে সৌদির জিদান শহরের রায়হান এলাকার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাজন মিয়া (৩২)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ১১ মাস আগে সৌদিতে গিয়েছিলেন রাজন।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের বাবা ইদ্রিস আলী।
তিনি বলেন, আমার ছেলে রাজন ১১ মাস আগে ক্লিনার ভিসা নিয়ে সৌদির জিদানে যায়। সেখানে রবিবার গোসল করে লুঙ্গি শুকাতে দিতে যায়। তখন ভেজা লুঙ্গি বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই হোসাইন আহমেদ বলেন, আমরা যত দ্রুত সম্ভব মরদেহ দেশে আনার দাবি জানাচ্ছি।