জাতীয়

বিদেশে কেউ অপপ্রচার চালালে ব্যবস্থা নিতে বাংলাদেশি রাষ্ট্রদূতদের তাগিদ

বিদেশে কেউ অপপ্রচার চালালে দ্রুত ব্যবস্থা নিতে বিভিন্ন দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতদের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

রোববার (২ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার চিন্তিত নয়। নির্বাচন নির্বাচনের নিয়মে সময়মতো ও সুষ্ঠুভাবে হবে। সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসলে ভালো, তবে কেউ না আসতে চাইলে না আসবে।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, কয়েকটা পাগলা বলল ১০ ডিসেম্বরের পর নতুন সরকার হবে। পাগল ছাড়া এটা কেউ বিশ্বাস করে নাই। বাংলাদেশের মানুষ বোকা না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Back to top button