বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সফল হয় নি ডাকাতির পরিকল্পনা, জনতার হাতে আটক গণধোলাই

নিজস্ব প্রতিবেদকঃ শীতের সময় বাড়ে ডাকাতদের তৎপরতা। প্রবাসী অধ্যুশিত বিয়ানীবাজার অঞ্চল হওয়ায় পুলিশ ও থাকে এখানে বাড়তি সতর্ক। শীতের সময় এই অঞ্চলের প্রবাসীরা আসেন দেশে, সময় কাটান পরিবারের সাথে। আর সেই সুযোগটাই ডাকাতির জন্য সব থেকে বেশী কাজে লাগাতে চান ডাকাতরা।

বিয়ানীবাজারে দুই দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। ডাকাতি কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন দেশীয় অস্ত্র, মুখের মাস্ক, রশি, এবং একটি প্রাইভেট কার তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা ও রয়েছে।

আটককৃত ডাকাতরা হচ্ছেন বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের পাতন বড় পাড়া এলাকার সামছুল ইসলাম সামছু এবং জকিগঞ্জ উপজেলার খলিল আহমদের ছেলে জাফরান আহমদ। তবে সে বসবাস করে বিয়ানীবাজার উপজেলার খশির আব্দুল্লাহপুর এলাকায়।

বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায় রবিবার দিবাগত রাত বিয়ানীয়াবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের শাহী ঈদগাহ মাঠ সংলগ্ন ইটসলিংয়ের রাস্তায় জাফরান এবং সামছু ডাকাতির উদ্দ্যশ্যে সমবেত হলে এলাকার মানুষ সন্দেহ হয় তাদের ব্যারিকেড দেন। এবং নিশ্চিত হওয়ার পর তাদেরকে গণধুলাই দেন।

এ সময় বিয়ানীবাজার থানার উপ পুলিশ পরিদর্শক জিসু দত্তের কাছে খবর আসে ডাকাতির উদ্দ্যশ্যে তাদের সমবেত হওয়ার। খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌছান এই পুলিশ কর্মকর্তা এবং তাদেরকে আটক করেন। আটকের পর ঘটনাস্থলেই তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সাধারণ জনতার উপস্থিতিতে তাদের ব্যবহৃত একটি কার থেকে ডাকাতির কাজে ব্যবহার করার জন্য দুটি রামদা, দুটি রড, তালা এবং গ্রিল কাটার জন্য একটি কাটার মেশিন, পিবিসি পাইপ দিয়ে বানানো একটি লাটি, মুখের মাস্ক এবং কিছু রশি উদ্ধার করা হয়। পরে পুলিশ প্রাইভেটকার এবং দেশীয় অস্ত্রগুলো জব্দ করে। পরে তাদেরকে আটক করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়। সাধারণ জনতার হাতে সামছু আহত হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয় এবং সে এখন এখানে চিতিৎসাধীন অবস্তায় রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান তারা পেশাদার ডাকাত। বর্তমানে উপজেলার টাওয়ারের ব্যাটারি চুরির ও দুটি সংযুক্ত মামলা রয়েছে এই দুইজনের নামে। পাশাপাশি সামছুর বিরুদ্ধে ৮ টি মামলা এবং জাফরানের বিরুদ্ধে ডাকাতি মামলাসহ ৪ টি মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। তবে এই ঘটনায় পলাতক আরও ৪/৫ জন আসামী রয়েছেন। তাদেরকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

Back to top button