মৌলভীবাজার

বিল বাকি, মৌলভীবাজারে পানি উন্নয়ন বোর্ডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

টাইমস ডেস্কঃ বকেয়া বিল পরিশোধ না করায় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডর ষ্টাফ কোয়াটার ২০/২৫ পরিবারের গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে।

রোববার (১ জানুয়ারি) সকালে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ কারণে ষ্টাফ কোয়াটার ২০/২৫ পরিবারের খাবার সরবরাহ নিয়ে বিপদে পড়েছেন ।

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক বিপ্লব বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার ২৪ ডট কমকে জানান, বকেয়ার কারণে পানি উন্নয়ন বোর্ডর গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । তবে কথা টাকা বকেয়া তা আমি সঠিক করে এইমুহূর্তে বলতে পারব না অফিস টাইমের বলতে হবে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডর নিবাহী প্রকৌশলী মো: ইকবাল আহমদ মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, আমি নতুন এসে যোগদান করছি এখন পযর্ন্ত কোনো চিঠি পত্র দেখতে পারি নাই দেখে বলতে পারব কথা টাকা বকেয়া রয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!