বিয়ানীবাজারে পলিতিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করে তাক লাগালেন তিন যুবক
নিজস্ব প্রতিবেদকঃ পলিতিন যখন সমাজের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে, ক্ষতিক্ষর সেই পলিতিনকে কাজে লাগিয়ে জ্বালানি তেল তৈরি করে বিয়ানীবাজার উপজেলা জুড়ে আলরণ সৃষ্টি করেছেন তিন যুবক। তাদের নাম ইজাজুল ইকবাল, সামছুল ও জাবেদ আহমদ। সফল ভাবে তারা পলিতিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে পৌরশহরের মোল্লাপুরে একটি পরিত্যাক্ত জায়গায় আনুষ্ঠানিক ভাবে পেট্রোলিয়াম কারখানা ও স্থাপন করেছেন তারা।
প্রথমে এই তিন যুবক পানি দিয়ে চেষ্টা করেন বাইক চালানোর। তাতে ব্যর্থ হয়ে সহযোগীতা নেন ইন্টারনেটের। ইন্টারনেট ঘাটাঘাটি করার পর এই ধরণের কারখানা ও পরিদর্শন করেন। তারপর শুরু করেন পরিত্যাক্ত পলিতিন পুড়িয়ে পেট্রল, অকটেন ও ডিজেল উৎপাদন। প্রতি ১ কেজি মাল পুড়িয়ে ৭০০ গ্রাম তেল উৎপাদন করতে পারেন তারা।
তারা আরও জানান ৩ ঘন্টা চুলা জালিয়ে ১৪ লিটার তেল উৎপাদন করা যায়। ইতিমধ্যে কয়েকটি গ্যাস সিলিন্ডার, টিনের ড্রাম ও জি আই পাইপের মাধ্যমে চুল্লি তৈরি করে জ্বালানি তেল উৎপাদন করা হচ্ছে। যে কোন দুর্ঘটনা এড়াতে অত্যান্ত সতর্ক ভাবে স্থাপন করা হয়েছে কারখান। এখন পর্যন্ত তারা ৪২ লিটার জ্বালানি তেল উৎপাদন করেছেন
গত শুক্রবার এই তিন যুবকের আবিষ্কৃত কারখানা পরিদর্শন করতে যান বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, মুল্লাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউর রহমান সাবলু, পৌর কাউন্সিলর আব্দুর রহমান আফজাল এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান বিশ্বে এখন জ্বালানি তেলের তীব্র সংকট। আমাদের দেশে ও একই অবস্তা। ইতিমধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম। আর আমরা সবাই জানি পলিতিন কতটা ক্ষতিক্ষর পরিবেশের জন্য। সেই ক্ষতিক্ষর পলিতিনকে কাজে লাগিয়ে তারা জ্বালানি তেল উৎপাদন করছেন এটি নিশ্চই প্রশংসার দাবীদার। আমাদের সবার উচিত তাদের অনুপ্রেরণা দেওয়া এবং যে কোন প্রয়োজনে তাদের কাছে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া।
মেধাকে কখনো আটকিয়ে রাখা যায় না। বিশ্বে যখন জ্বালানি তেলের সংকট তখন তাদের এ উৎপাদন দেশের অর্থনীতীতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। এই তিন যুবকের দাবী সরকারি সহযোগীতা পেলে তারা এই কারখানা আরও বড় করতে পারবেন। তারা জানান অতি শিঘ্রই তারা তাদের উৎপাদিত এসব জ্বালানি তেল বাজারজাত শুরু করবেন।