সিলেট

সিলেটে করোনায় বৃদ্ধের মৃত্যু

টাইমস ডেস্কঃ সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৩ দিন পর মারা গেছেন একজন। আজ শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য।

মারা যাওয়া ব্যক্তি ৫৮ বছর বয়সী। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান বলেন, ওই ব্যক্তি ২৯ ডিসেম্বর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে ১ হাজার ২৭০ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

এর আগে সর্বশেষ ১৭ ডিসেম্বর করোনায় সিলেটে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে দুজনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৬৮ হাজার ২৪৯ জন।

Back to top button