মৌলভীবাজার

শ্রীমঙ্গলে আগুনে ভস্মীভূত ফুটপাতের ৩৬ দোকান

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পেট্রল পাম্প চত্বরে কাপড়ের মার্কেটে ভোরে ভয়াবহ আগুনে ফুটপাতের ৩৬টি দোকান পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে পেট্রোল পাম্পে থাকা নতুন একটি মিনি ট্রাকও পুড়ে যায়। শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান জানান। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল পৌর সভার মেয়র মো. মহসিন মিয়া মধু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

Back to top button
error: Alert: Content is protected !!