আগামীকাল বিয়ানীবাজারে ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না!

আগামীকাল বিয়ানীবাজার পৌরশহরসহ আশপাশ এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।
পল্লিবিদ্যুৎ সমিতি ১ বিয়ানীবাজার জোনাল অফিস সূত্রে জানা যায় আগামীকাল শনিবার ৩২ কেবি লাইনে বাৎসরিক কারিগড়ি কাজের জন্য সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরহ বন্ধ থাকবে।
বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কোমার ভর্মন বিয়ানীবাজার টাইমসকে জানান প্রতিবছর ৩২ কেবি লাইনে মেইনটেন্সের কাজ থাকে। সেটা প্রতিবছর করতে হয়। সেজন্য বাৎসরিক কারিগড়ি এই কাজটা আমরা আগামী কাল করবো। এতে আমাদের ৮ থেকে ৯ ঘন্টা সময় লাগতে পরে। সেজন্য আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাচটা পর্যন্ত পৌরশহরসহ আশপাশ এলাকায় বিদ্য্যুৎসরবরাহ বন্ধ থাকবে।
তবে উপজেলার চারখাই এবং আলীনগর অন্য সাবস্টেশনের অধিনে হওয়ায় সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। কারিগরি কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক যে অসুবিদা সৃষ্টি হবে তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বৈদ্যুতিক কারিগরি কাজে নিয়োজিত কর্মকর্তাদের তাদের কাজে সহযোগীতা করার জন্য অনুরুধ জানান তিনি।