সারাদেশ
মৌচাকে জামায়াত-পুলিশ সং ঘ র্ষ, আ হ ত ২
নিউজ ডেস্ক- রাজধানীর মৌচাক এলাকায় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত দুই জামায়াত কর্মীকে আটক করে চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন আল আমিন (২৫) ও আব্দুর সোবহান (৬২)।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে এ সংঘর্ষ হয়।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক জানান, মৌচাক-মালিবাগ এলাকায় মিছিল করার সময় তারা আহত হন। তাদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত আল আমিন তেজগাঁও এলাকার ইউনিট জামায়াত নেতা। বাসা নাবিস্কু এলাকায়, আব্দুর সোবহান জামায়াত কর্মী। আল আমিন মাথায় আঘাত পেয়েছে। আর অপরজনের হাতে আঘাত।