শীতকালীন সবজিতে ভরপুর বাজার, বেড়েছে পেয়াজ, রসুনের দাম!

নিজস্ব প্রতিবেদকঃ শীতকালীন সবজিতে ভরপুর এখন বাজার। গত সপ্তাহ থেকে এ সপ্তাহে এখন অনেক সবজির দাম কমেছে। এ সপ্তাহে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকা, গাজর ৬০ টাকা, লাউ প্রকার ভেধে ৫০ থেকে ৬০ টাকা, কাচা মরিচ ৬০ টাকা, বেগুন ৩০ টাকা, আলু ২০ টাকা, মুলা ৩০ টাকা, শিম ২৫ টাকা, পাতা কপি ২০ টাকা, ধনে পাতা ৮০ টাকা।
কাচাবাজার ব্যবসায়ীরা বলছেন এসব সবজির দাম আগামী সপ্তাহে আরও কমবে।
দৈনন্দিন অন্যান্য দ্রব্যে যেন স্বস্থি নেই। প্রতিনিয়ত বাড়ছে দাম। গত সপ্তাহের ন্যায় এ সপ্তাহে বেড়েছে পেয়াজ রসুনের দাম। গত সপ্তাহে প্রতি কেজি পেয়াজ ৩৬ টাকা বিক্রি হলে ও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৪০ টাকা, রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা, প্রতি লিটার ভোজ্য তেল ২০০ টাকা, চাল ৭০ টাকা, চিনি ১১০ টাকা, ছোলা ৯৫ টাকা।
ব্যবসায়ীদের দাবী বাজারে নেই স্থীতিশীলতা। প্রতিনিয়ত বাড়ছে দাম। অতিরিক্ত দামে বিক্রি করতে গিয়ে ক্রেতাদের সাথে জড়াতে হয় তর্কে।
এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫৫ টাকা, এবং লেয়ার প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫০ টাকা। ব্রয়লার মোরগের দাম আরও বাড়ার ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা।
গত সপ্তাহের ন্যায় একই রয়েছে গরু মাংশের দাম। শুধু মাংশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং হাড় মাংশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা। গরু মাংশ বিক্রেতারা বলছেন বাজারে গরুর দাম এখন বেশী। তাই কম দামে মাংশ বিক্রি করার সুযোগ নেই।