বিয়ানীবাজারে অভিনব প্রতারনায় ৮০ হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারক

নিজস্ব প্রতিবেদকঃ অভিনব প্রতারনার শিকার হয়েছেন বিয়ানীবাজারের এক বাসিন্দা। বিকাশে প্রতারনার মাধ্যমে তার কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
প্রতারণার শিকার সেই ভুক্তভোগীর নাম আবুল কাশেম। তিনি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের হাজি মকলিছুর রহমানের ছেলে।
ভুক্তভোগীর ভাতিজা এনামুল হাসান রায়হান জানান গতকাল বৃহস্পতিবার বিকেলে তার চাচা আবুল কাশেমের পরিচিত লন্ডন প্রবাসীর ইমো থেকে একটি কল আসে। লন্ডন প্রবাসীর স্ত্রী সেজে একজন মোবাইলের অপরপ্রান্ত থেকে জানান ইমিডিয়েট তার ৮০ হাজার টাকা প্রয়োজন। তার ভাই হাসপাতালে ভর্তি। জৈনিক সেই লন্ডন প্রবাসী(তার স্বামী) ঘরে ফিরলেই টাকা দিয়ে দিবেন।
আবুল কাশেম এই কথা শুনে বিচলিত হয়ে পড়েন। যেহেতু তার পরিচিত স্বজনের স্ত্রী সেজে উনি কথা বলেছেন আবুল কাশেম বুঝতে পারেন নি এটি প্রতারনা। উনি জৈনিক সেই লন্ডন প্রবাসীর স্ত্রী নন। তিনি সরল মনে সাথে সাথে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠান।
টাকা পাঠানো পরে জৈনিক সেই লন্ডন প্রবাসীকে কল দেন ভুক্তভোগী আবুল কাশেম। তার স্ত্রীর কে অসুস্থ তিনি জিজ্ঞেস করলে সেই প্রবাসী জানান তার স্ত্রীর কেউ অসুস্থ নন এবং তার স্ত্রী তো তার কাছেই আছেন। পরে তিনি পুরো ঘটনা বললে জৈনিক সেই লন্ডন প্রবাসী দেখেন তার ইমো আইডি হ্যাক করা হয়েছে।
তখন আর ঘটনা বুঝতে বাকি থাকে না আবুল কাশেমের যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এনামুল হাসান রায়হান জানান, যে প্রতারণা করেছে সে সিলেটি ভাষায় কথা বলেছে এবং তিনি একজন মহিলা।
তিনি আরও জানান ঘটনার পর পর আমরা প্রতারণার এই বিষয়টি লাউতা বিট অফিসার হিমেল আহমদকে মৌখিক ভাবে অবগত করেছি। এবং বিয়ানীবাজার থানায় একটি অনলাইন সাধারণ ডায়রি দায়ের করেছি।
বিভিন্ন আইডি হ্যাক করে স্বজন সেজে এমন প্রতারণা নতুন নয়। বিভিন সময় ঘটে এমন ঘটনা। সচেতন মহলের দাবী টাকা লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে এমন প্রতারণার হাত থেকে বাচতে। ভুক্তভোগী আবুল কাশেমের দাবী প্রশাসন যেন এই প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসে। তা না হলে এরা প্রতিনিয়ত সাধারণ মানুষের ক্ষতি করে বেড়াবে।