জাতীয়

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন এই দাম সারাদেশে কার্যকর হবে শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে, এমনটিই জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্যবৃদ্ধির বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৮৮ হাজার ৪১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ৩৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭২ হাজার ৩১৬ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতনী স্বর্ণের দাম বাড়িয়ে ৬০ হাজার ৩০২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

Back to top button
error: Alert: Content is protected !!