টেনেহিঁচড়ে তুনিশার প্রেমিককে আদালতে নেওয়ায় সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক- অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার প্ররোচনার মামলায় এখনো দোষী সাব্যস্ত হননি শেজান মোহাম্মদ খান। তার আগেই এই অভিনেতার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রিমান্ডে থাকার সময় শেজান খানের প্রতি অতিরিক্ত কঠোর হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
পায়ে জুতা নেই, মুখ ঢাকা, শেজানের ঘাড় ধরে টানতে টানতে আদালতে নেওয়া হচ্ছে- এরকম একটি ভিডিও বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
অভিনেতা শেজান খানের প্রতি প্রশাসনের এ ধরনের আচরণে সমালোচনার ঝড় বইছে। প্রশ্ন উঠেছে- এখনো দোষী সাব্যস্ত হননি, তার আগেই একজন অভিনেতার সঙ্গে এ ধরনের ব্যবহার কেন? রিমান্ডে থাকাকালীন অভিযুক্তের প্রতি এ ধরনের আচরণ ‘অমানবিক’ ও বেআইনি বলেই মনে করছেন অনেকেই।
ভারতের মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিং সেটের মেকআপ রুম থেকে গত শনিবার তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তুনিশা শর্মার প্রেমিক সেজান মোহাম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে।
এক দফা রিমান্ডের পর বুধবার ফের আদালতে তোলা হয় সেজানকে। আদালত সেজানের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।