মেট্রোরেলের প্রথম দিনের সমস্যা ‘বাঁকা চোখে’ না দেখার পরামর্শ
রাজধানীবাসীর বহুল আকাঙ্ক্ষার স্বপ্নের মেট্রোরেল গতকাল উদ্বোধনের পর আজ থেকে চলাচল শুরু হয়েছে। সকাল থেকে উত্তরা দিয়াবাড়ী হতে আগারগাঁও, আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ী চলাচল করছে মেট্রোরেল।
বুধবার বর্ণিল আয়োজনে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ট্রেন চালু করে টিকিট কেটে প্রথম যাত্রীও হয়েছিলেন তিনি।
এরপর বৃহস্পতিবার সকাল ৮টায় মেট্রোরেলের স্টেশন খোলার কথা জেনে শত শত মানুষ ভোর থেকেই দুইপ্রান্তে ভিড় করতে শুরু করেন। তবে আগারগাঁও স্টোশনের গেট খোলা হয় সকাল সাড়ে ৮টার দিকে। কিন্তু এরই মধ্যে প্রায় এক কিলোমিটারজুড়ে দীর্ঘ লাইন পড়ে যায়। যাত্রী পরিবহণের প্রথম দিনই স্টেশনের অটোমেটেড টিকিট মেশিনগুলোতে কিছুটা বিভ্রাট দেখা দিয়েছে। ফলে কাউন্টারে টিকিট কেনার জন্যও দীর্ঘ লাইন দেখা যায়।
সাধারণ নাগরিকদের নিয়ে মেট্রোরেল চলাচলের প্রথম দিন ছোটোখাটো যেসব সমস্যা হয়েছে, সেগুলো ‘বাঁকা চোখে’ না দেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমলেকালে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সময় গেলে মানুষ অভ্যস্ত হবে, ধীরে ধীর সবই ঠিক হবে।
এক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান- মেট্রোরেলের সার্ভার অতিরিক্ত চাপ নিতে পারছে না, এমনকি সিগন্যালও ঠিক দিচ্ছে না, এটা কি মেশিনের সক্ষমতার সমস্যা?
জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাঁকা চোখে দেখছেন কেন? একটা জিনিস বাংলাদেশে হয়েছে নতুন, প্রথম অভিজ্ঞতা, মেশিনটা তো চালাতেও এদিক-সেদিক হতে পারে। মানুষকে অভ্যস্ত করতে হবে। মানুষ টিকিট তো কিনতে দেরি করছে। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
এ সময় তিনি আরও বলেন, ওখানে (মেট্রোরেল স্টেশনে) অভিজ্ঞ ব্যক্তিরা বসে আছেন। কলকাতার মেট্রোরেল তো এটা না, এটা অনেক আগানো।