প্রবাস

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসে ভিসা জটিলতা

দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে দেশে আসতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি প্রবাসীরা। দির্ঘসুত্রিতা ও দুর্নীতির কারণে হয়রানির শিকার হচ্ছেন তারা।

এমন অবস্থায় বহু প্রবাসী হতাশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে দ্রুত ভিসা জটিলতা নিরসন করে তাদের দেশে যাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন তারা।

দীর্ঘ একবছরের বেশি সময় ধরে যথাসময়ে ভিসা না পাওয়ায় বাংলাদেশে যেতে পারছেন না আফ্রিকার কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশি বংশদ্ভূত প্রবাসী ও আফ্রিকান নাগরিকরা।

বৈধ কাগজ এবং যথাযথ পক্রিয়া অনুসরণ করেও ভিসা না পাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘসূত্রিতার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন ভিসা প্রত্যাশীরা।

বছরের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সন্তানদের নিয়ে যথাসময়ে নিজ জন্মভূমিতে যেতে না পেরে হতাশ অসংখ প্রবাসী বাংলাদেশি পরিবার।

ভিসা প্রক্রিয়ায় অনিয়ম আর দুর্নীতি অভিযোগ তুলেছেন তারা। জটিলতা তুলে দিয়ে দেশে যাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ভিসা প্রত্যাশীরা।

Back to top button
error: Alert: Content is protected !!