জুড়ী

জুড়ী এলজিডি প্রকৌশলীর বিরুদ্ধে মদ খেয়ে মাতলামিসহ নানা অভিযোগ

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রকৌশলী (এলজিডি) ননী গোপাল দাশের বিরুদ্ধে অফিস কক্ষে প্রকাশ্যে ধুমপান ও মদ খেয়ে মাতলামির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাস্টার, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম উপজেলা প্রকৌশলী ননী গোপালের প্রকাশ্যে ধুমপানের বিষয়ে অভিযোগ তুলেন ধরেন।

তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাস্টার একটি বিশেষ কাজে উপজেলা প্রকৌশলী অফিসে গেলে তাঁর সামনে কর্তব্যরত প্রকৌশলী ননী গোপাল দাশ প্রকাশ্যে ধুমপান করেন এবং তাঁর দিকে ধোঁয়া ছাড়েন। সমন্বয় কমিটির সভায় উপস্থিত চেয়ারম্যানবৃন্দ ক্ষোভ প্রকাশ করে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান

এব্যাপারে ননী গোপালের সথে যোগাযোগ করলে তিনি তা অস্বীকার করেন।জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সিনিয়া সুলতানা বলেন, আমি বিয়টি শুনেছি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Back to top button