সারাদেশ

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন ফয়সালকে গ্রেফতার করা হয়।

ফরহাদ হোসেন নবনির্বাচিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ ডাকবাংলো এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদ হোসেন ফয়সালকে (৩৫) আটক করে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ফরহাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক মামলা রেকর্ড করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!