হবিগঞ্জ
সিলেট-ঢাকা মহাসড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকচালক নিহত

নিউজ ডেস্ক- ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ফিলিং ষ্টেশন এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে রাজন মিয়া (২৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক রাজন মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি ট্রাকের সাথে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ১ জন নিহত ও দুই জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।