সিলেট

কোম্পানীগঞ্জে ৩ গরুসহ চোর গ্রেফতার

টাইমস ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাতভর থানা পুলিশের অভিযানে ৩টি গরুসহ আব্দুল গফুর (৩৫) নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোর উপজেলার চানপুর গ্রামের হাসান আলীর পুত্র।

পুলিশ জানায়, রাত থেকে অভিযান চালিয়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ৩টি গাভীসহ আব্দুল গফুরকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার এসআই মাসুদ আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে থানা বাজার ধলাই নদীর তীর থেকে গরুসহ তাকে আটক করে। গরুগুলোর বাজারমূল্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, চুরির বিরুদ্ধে পুলিশের অভিযানে একজন চোরকে ৩টি গরুসহ আটক করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আব্দুল গফুরসহ ২ জনের নাম উল্লেখ ও আরো ৩ জনকে অজ্ঞাত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!