হবিগঞ্জ

হবিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মাধবপুরের বেজুরা গ্রামের আপ্তাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (২০) ও একই গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। তারা দুজন চাচাতো ভাই।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে মাধবপুরের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে যায়। দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত মরদেহগুলো থানায় ছিল।

Back to top button