সারাদেশ

রংপুরে নির্বাচনি সহিংসতায় বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ

রংপুর সিটি করপোরেশনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়। এতে তবে নগরীর ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হারাধন রায় পরাজিত হন। ফলাফল ঘোষণার পরপরই কাউন্সিলর প্রার্থী হারাধন রায়ের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়েছে।

রাত ৯টায় বিজিবি সদস্য বহনকারী একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় হারাধন রায়ের সমর্থকরা। ফলে মাইক্রোবাসটি ভস্মীভূত হয়। খবর পেয়ে সেখানে পুলিশ, র্যা ব ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ খবর লেখা পর্যন্ত হতাহতের খবর জানা যায়নি।

সেখানে কাউন্সিলর প্রার্থী হারাধন রায়কে স্বল্প ভোটের ব্যবধানে হারিয়ে চরমোনাই সমর্থিত প্রার্থী একরামুল হক বিজয়ী হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে পরাজিত প্রার্থীর সমর্থকরা উত্তেজনা ছড়িয়ে এ হামলা চালায়। প্রাথমিকভাবে এমন তথ্য পেয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি (ক্রাইম) আবু মারুফ হোসেন।

এছাড়াও নগরীর কোনো কোনো ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরবর্তীতে সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Back to top button
error: Alert: Content is protected !!